চট্টগ্রামের পটিয়ায় মো. সোহেল (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে পটিয়া থানাধীন হাইদগাঁও ইউনিয়নের মাহাদাবাদ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহেল হাইদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাহাদাবাদ এলাকার মো. নুরুল আলমের ছেলে। সোহেল উপজেলা যুবলীগের সদস্য বলে জানা গেছে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, সোহেল একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও পটিয়ার শীর্ষ সন্ত্রাসী ডিএম জমির উদ্দিনের সহকারী (পিএস)। বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলায় অংশ নেয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমডিআইএইচ/জেএইচ/জিকেএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।