Site icon Amra Moulvibazari

বার্লিনে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

বার্লিনে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন


জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এতে বার্লিনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সোমবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দূতাবাসের মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের সব শহীদ ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে সব শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম দেশ। তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী সবার অসামান্য আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় তিনি উপস্থিত সবাইকে দেশ মাতৃকার কল্যাণে নিজেদের নিয়োজিত থাকার আহ্বান জানান। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জার্মানি প্রবাসী বাংলাদেশিদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও দেশের সুনাম রক্ষার্থে সবাইকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে প্রামাণ্যচিত্র ‘এসো দেশ বদলাই- পৃথিবী বদলাই’ ও ‘এ ট্রিবিউট টু দ্য হিরোজ অব দ্য জুলাই রেভ্যুলেশন’ প্রদর্শন করা হয়।

কেএসআর/

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি,
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]
Exit mobile version