Site icon Amra Moulvibazari

বিজয় দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিজয় র‍্যালি

বিজয় দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিজয় র‍্যালি


মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। র‌্যালিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় র‍্যালি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর বাহাদুরশাহ পার্ক ও লক্ষ্মীবাজার এলাকা ঘুরে পুনরায় বিশ্ববিদ্যালয়ের শান্তচত্বরে এসে র‍্যালি শেষ হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, দীর্ঘদিন পর আমরা এই ক্যাম্পাসে একত্রে বিজয় দিবস উৎযাপন করছি। ফ‍্যাসিস্টমুক্ত এই দেশে এটাই আমাদের প্রথম বিজয় দিবস। তাই আজকের এই বিজয় দিবসে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে উৎযাপন করছি।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তারপর দীর্ঘ ১৫ বছর এই স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করে ‘শেখ মুজিব বাহিনী’ সারা বাংলাদেশে বিশেষ করে প্রতিটি ক্যাম্পাসে রাম রাজত্ব তৈরি করেছিল। ২০২৪ সালে এসে সেই স্বৈরাচার হাসিনাকে পরাজিত করে আমরা আমাদের গণতন্ত্র ফিরে পেয়েছি।

র‍্যালিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহীম কবির মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল ও সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আরএএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version