Site icon Amra Moulvibazari

বিপুল পরিমাণ ভারতীয় মদসহ কারবারি গ্রেফতার

বিপুল পরিমাণ ভারতীয় মদসহ কারবারি গ্রেফতার


রাজধানী ঢাকায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ। গ্রেফতার কারবারির নাম মোকছেদ দেওয়ান বিপ্লব (৩৮)।

সোমবার (১৬ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকা থেকে মোকছেদ দেওয়ান বিপ্লবকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পুরাতন প্রাইভেটকারসহ ২১৮ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ১৪৮ দশমিক ৫ লিটার। আনুমানিক মূল্য সাত লাখ ৯২ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে রূপনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, গ্রেফতার বিপ্লব দীর্ঘদিন ধরে ভারতীয় অবৈধ মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে আসছিলেন। এরপর সেগুলো রূপনগর থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গোপনে বিক্রি করতেন।

টিটি/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version