মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডাক বিভাগের সহযোগিতায় বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজন করেছে বিজয় দিবস আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। রাজধানীর আগারগাঁওয়ের শের-ই-বাংলা নগরস্থ ডাক ভবনের হলরুমে চলমান প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড শেষে ১০ জন খেলোয়াড় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন।
শীর্ষে থাকা দাবাড়ুরা হলেন- আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, অনত চৌধুরী, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, মহিলা ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ ও তাহমিদুল হক।
সাড়ে ৩ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী, অমিত বিক্রম রায়, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীয়তউল্লাহ, মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, মো. নাসির উদ্দিন, নীলয় দেবনাথ ও আফনান জারিফ হক।
আজ সোমবার চতুর্থ রাউন্ডে মনন রেজা নীড় সোহেল চৌধুরীকেকে, তাহসিন তাজওয়ার জিয়া তাশরিক সায়ান শানকে, আবু সুফিয়ান শাকিল সিয়াম চৌধুরীকে, অনত চৌধুরী জামাল উদ্দিনকে, তাহমিদুল হক নাইম হককে, খন্দকার আমিনুল ইসলাম ওয়ারসিয়া খুশবুকে, মেহেদী হাসান পরাগ সাইফ উদ্দীনকে, ওয়াদিফা আহমেদ মোহাম্মদ শফিকুল ইসলামকে, মোহাম্মদ জাভেদ শরীফুল ইসলামকে, চঞ্চল কুমার ঘোষ হাসিনুর রহমানকে, সাকলাইন মোস্তফা সাজিদ অভিক সরকারকে, স্বর্নাভো চৌধুরী গিয়াস উদ্দিন আহমেদকে, অমিত বিক্রম রায় আতাউর রহমানকে, শরীয়তউল্লাহ আয়াস আব্দুল্লা খিজির বিনকে, নোশিন আঞ্জুম মোহাম্মদ সজলকে, মো. নাসির উদ্দিন মো. মাহবুবুর রহমানকে, নীলয় দেবনাথ সোহাম সাওমিপকে ও আফনান জারিফ হক মাসুদ রানাকে পরাজিত করেছেন।
আরআই/এমএইচ/এমএস