Site icon Amra Moulvibazari

বিজয় দিবসে কোস্ট গার্ডের ৭ জাহাজ ঘুরে দেখলেন সাধারণ মানুষ

বিজয় দিবসে কোস্ট গার্ডের ৭ জাহাজ ঘুরে দেখলেন সাধারণ মানুষ


আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। প্রতি বছর দিনটি বাঙালি জাতি বিশেষভাবে পালন করে থাকে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে বাঙালি জাতির কাছে আত্মসমর্পণ করে, ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

এ উপলক্ষে প্রতি বছর দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করা হয়। এরই প্রেক্ষিতে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ডের সাতটি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।

আরও পড়ুন

জাহাজগুলো হলো- ঢাকা জোন অধীন জাহাজ ‘বিসিজিএস পোর্টেগ্রান্ডে’ (চাঁদপুর লঞ্চঘাট), ‘বিসিজিএস শেটগাং’ (মুন্সিগঞ্জ লঞ্চঘাট) পূর্ব জোনের ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পতেঙ্গা, চট্টগ্রাম),‘বিসিজিএস রূপসী বাংলা’ (বিসিজি বেইস চট্টগ্রাম) পশ্চিম জোনের ‘বিসিজিএস কামরুজ্জামান (মোংলা), ‘বিসিজিএস অপরাজেয় বাংলা’ (খুলনা) এবং দক্ষিণ জোনের ‘বিসিজিএস সোনার বাংলা’ (ইলিশা ঘাট, ভোলা)। ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

জাহাজ পরিদর্শন করতে এসব এলাকার এবং আশপাশের উল্লেখযোগ্য সংখ্যক নারী-পুরুষ ভিড় করেন। এতে করে সাধারণ মানুষের কোস্ট গার্ডের জাহাজ ঘুরে দেখা এবং জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়।

এছাড়াও জাহাজগুলো সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দ্বায়িত্বশীল কর্মকর্তারা।

জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যু দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সবাই খুশি মনে বাড়ি ফেরেন এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্ট গার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।

টিটি/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version