Site icon Amra Moulvibazari

ব্রাহ্মণবাড়িয়ায় মুফতি তাহেরির বিরুদ্ধে আরও এক মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় মুফতি তাহেরির বিরুদ্ধে আরও এক মামলা


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

এরআগে, শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় মুফতি তাহেরিকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর হামলা ও তিনটি গাড়ি ভাঙচুর করেন তার সমর্থকেরা। তবে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি পালিয়ে গ্রেফতার এড়ান।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেফতার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে পেছনের একটি বিল দিয়ে পালিয়ে যান। এসময় ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।

আরও পড়ুন

তিনি আরও জানান, এই ঘটনায় গিয়াস উদ্দিন তাহেরিকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০/২০০জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ সেখানে গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে একজন এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে এবং মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে।

আবুল হাসনাত মো. রাফি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version