Site icon Amra Moulvibazari

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর গলায় ব্লেড চালালেন স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর গলায় ব্লেড চালালেন স্ত্রী


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরকীয়ায় বাধা দেওয়ায় মো. মঈনুদ্দিন (৪২) নামের এক প্রবাসীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছেন স্ত্রী। শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার ভোট হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মঈনুদ্দিন ওই এলাকার নুর ইসলামের ছেলে। তিনি সিঙ্গাপুর প্রবাসী ছিলেন।

পরিবার ও স্থানীয়রা জানান, মঈনুদ্দিন গত কয়েক বছর ধরে সিঙ্গাপুরে থাকায় তার স্ত্রী সোমা স্থানীয় এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। গত সপ্তাহে মঈনুদ্দিন দেশে আসেন। স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পেরে তিনি বাধা দেয়। এতে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এরই এক পর্যায়ে সোমা ব্লেড দিয়ে মঈনুদ্দিনকে গলা কেটে হত্যার চেষ্টা করে পালিয়ে যান। পরে আহত অবস্থায় পরিবারের লোকজন মঈনুদ্দিনকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান স্বজনরা।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফএফ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version