Site icon Amra Moulvibazari

সাবেক আইজিপি এম. এনামুল হকের বইয়ের প্রকাশনা

সাবেক আইজিপি এম. এনামুল হকের বইয়ের প্রকাশনা


পুলিশের সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অ্যা পোর্ট্রেট ইন রিফ্লেকশনস’ বইয়ের প্রকাশনা উৎসব শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বইটি প্রকাশ করেছে ‘অতঃপর প্রকাশনী’।

অনুষ্ঠানে বইয়ের লেখক ড. এম. এনামুল হক বলেন, সত্য কথা বলার চেয়ে বড় কাজ কিছু নেই। সবাইকে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

নিজের লেখা বই সম্পর্কে তিনি বলেন, বইটিতে আমার পরিবার, চাকরিজীবনের নানা ঘটনা এবং দেশে-বিদেশের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে।

সভাপতির বক্তব্যে আইজিপি বাহারুল আলম বলেন, বইটিতে এনামুল হক স্যার তার কর্মজীবনের নানা স্মৃতি এঁকেছেন। তিনি অনেক সাফল্যের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন। বইটি পড়লে আমরা উপকৃত হবো।

লেখকের সহকর্মী ও পরিবারের সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version