Site icon Amra Moulvibazari

প্রজন্মকে চরিত্রবান করে গড়ে তোলার দায়িত্ব ছাত্রশিবিরের

প্রজন্মকে চরিত্রবান করে গড়ে তোলার দায়িত্ব ছাত্রশিবিরের


দেশের প্রজন্মকে নৈতিক ও চরিত্রবান করে গড়ে তোলার দায়িত্ব ইসলামী ছাত্রশিবিরের বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

শনিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ জোবায়ের মিলনায়তনে আয়োজিত ছাত্রশিবিরের বার্ষিক সদস্য বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, রক্তেভেজা রাজপথে বেড়ে ওঠা ত্যাগ-তিতিক্ষা, কোরবানি, অত্যাচার, নির্যাতন, গুম, শাহাদাতের ওপর গড়ে ওঠা সংগঠন ছাত্রশিবির। যারা এই বাংলাদেশকে গড়তে জানে, আল্লাহ তাদের ওপরই জাতিকে পরিচালনার ভার ন্যস্ত করেন। ছাত্রশিবিরের চলার পথ কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশেই। অতএব এই পথে চলার মাঝে কোনো হতাশা নেই।

চবি শিবির সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে, সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবির প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. হাবিবুর রহমান। এতে বিশ্ববিদ্যালয়ের অন্য দায়িত্বশীল এবং সদস্যরাও বক্তব্য রাখেন।

এমডিআইএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version