Site icon Amra Moulvibazari

রূপপুর প্রকল্প পরিদর্শনে অর্থ উপদেষ্টা

রূপপুর প্রকল্প পরিদর্শনে অর্থ উপদেষ্টা


পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহ উদ্দিন। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে আসেন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টার একান্ত সচিব ড. আসিফ ইকবালসহ মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা। বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা হওয়ার পর এটিই রূপপুরে তার প্রথম সফর।

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ রূপপুরে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি রুপপুর প্রকল্পের অভ্যন্তরে ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ রুপপুর থেকে সড়ক পথে বিকেলে পাবনা গেছেন। সেখানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। রাতে পাবনায় অবস্থান শেষে শনিবার সকালে তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

শেখ মহসীন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version