Site icon Amra Moulvibazari

ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়নের নির্বাচিতদের সংবর্ধনা

ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়নের নির্বাচিতদের সংবর্ধনা


ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়নের (সিবিএ) নির্বাচনে ২০২৫-২৬ সময়ের জন্য নির্বাচিতদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত বুধবার (১১ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।

ইউনিয়নের ২০২৫-২৬ সময়ের জন্য নির্বাচিত হয়েছেন সভাপতি পদে মোহাম্মদ নুরুল হক, সাধারণ সম্পাদক মো. ইসহাক খান সালাম, সহ-সভাপতি মো. ফারুক হোসাইন।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, কোষাধ্যক্ষ মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ওবায়েদুল্লাহ চৌধুরী, প্রচার সম্পাদক মো. ইলিয়াস শিকদার ও অফিস সম্পাদক পদে মো. আম্মার হোসাইন নির্বাচিত হয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

সিবিএর নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. ইসহাক খান সালাম। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টররাসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী এবং ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version