Site icon Amra Moulvibazari

তাইওয়ানের আকাশসীমায় ফের চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ

তাইওয়ানের আকাশসীমায় ফের চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ


তাইওয়ানের আকাশসীমায় ফের অনুপ্রবেশ করেছে চীনা যুদ্ধবিমান। বৃহস্পতিবার তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে যে, দ্বীপ রাষ্ট্রের চারপাশে ১৬টি চীনা যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়েছে। বেইজিং তাইপেইয়ের ওপর সামরিক চাপ জোরদার করেছে বলেও অভিযোগ করা হয়েছে। খবর এএফপির।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৈনিক হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তাইওয়ানের কাছে ৩৪টি চীনা বিমানসহ নৌবাহিনীর বেশ কিছু জাহাজ দেখা গেছে।

তাইওয়ান কর্তৃপক্ষ চলতি সপ্তাহে জানিয়েছে, জাপানের দক্ষিণ দ্বীপের কাছাকাছি থেকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত কয়েক বছর ধরেই বেইজিং সবচেয়ে বড় নৌমহড়ার আয়োজন করে আসছে।

তাইওয়ানের এক নিরাপত্তা কর্মকর্তা বুধবার বলেন, প্রায় ৯০টি চীনা যুদ্ধজাহাজ এবং উপকূলরক্ষী জাহাজ এই মহড়ায় অংশ নিয়েছে যার মধ্যে বিদেশি জাহাজে হামলা এবং সমুদ্রপথ অবরোধ করার অনুশীলন অন্তর্ভুক্ত রয়েছে।

তবে পূর্ব চীন সাগর, তাইওয়ান প্রণালী, দক্ষিণ চীন সাগর বা পশ্চিম প্রশান্ত মহাসাগরে সামরিক তৎপরতা বৃদ্ধির বিষয়ে বেইজিংয়ের সেনাবাহিনী বা চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের কোনো ঘোষণা আসেনি।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে যে, দ্বীপরাষ্ট্রের চারপাশে চীনের সামরিক তৎপরতা বাড়ানো এটাই প্রমাণ করে যে বেইজিং ‘সমস্যা সৃষ্টি’ করতে চাচ্ছে।

অপরদিকে এ ধরনের সামরিক মহড়ার বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামরিক মহড়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি আবার প্রত্যাখ্যানও করা হয়নি।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version