Site icon Amra Moulvibazari

শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোর কাছাকাছি বার্সেলোনা

শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোর কাছাকাছি বার্সেলোনা


থ্রিলার ম্যাচে শেষ সময়ের গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে বার্সেলোনা। ফলাফল নির্ধারণী গোলটি ৮৫ মিনিটে করেন বার্সেলোনার ফেরেন তোরেস। শ্বাসরুদ্ধকর ৩-২ গোলের জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর একেবারের কাছাকাছি চলে গেছে বার্সা।

৩৬ দলের প্রতিযোগিতায় সেরা ৮ দল যাবে সরাসরি শেষ ষোলোতে। পরবর্তী ১৬টি দল একে অপরের বিপক্ষে প্লে-অফ খেলে শেষ ষোলো নিশ্চিত করবে ৮ দল। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বার্সা আছে দ্বিতীয় স্থানে। হাতে আছে এখনো দুই ম্যাচ। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ড নেমে গেছে ৯ নম্বরে।

বুধবার নিজেদের মাঠ সিগনাল ইদুনা পার্কে দুইবার পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছিল ডর্টমুন্ড। যদিও শেষ পর্য্ন্ত কাঙ্ক্ষিত জয়টি পায়নি তারা।

থ্রিলার ম্যাচে ৫ গোলের সবগুলোই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে অচলাস্থা ভাঙেন বার্সার ফরোয়ার্ড রাফিনহা। এতে ১-০ গোলে এগিয়ে যায় সফরকারীরা।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version