Site icon Amra Moulvibazari

‘শেখ হাসিনার আইন দিয়েই তার অপরাধের বিচার হবে’

‘শেখ হাসিনার আইন দিয়েই তার অপরাধের বিচার হবে’


শেখ হাসিনার তৈরি আইন দিয়েই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করা হবে বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।

মঙ্গলবার বিকেলে দলটির মহানগর কার্যালয়ের অডিটোরিয়ামে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, আমরা ৫২ দেখিনি, ৬৯ ও ৭১-ও দেখিনি। কিন্তু আমরা ২০১২-২৪ দেখেছি। যেখানে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের মানুষের ওপর নির্মমভাবে গণহত্যা চালিয়েছে। ক্ষমতাকে টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যানুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসনামলে ২০০৯-২০২৩ সাল পর্যন্ত দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই হাজার ৬৯৯ জন, গুম হয়েছেন ৬৭৭ জন। আর ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যাবে।

তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা কখনো কল্পনাও করেননি গণঅভ্যুত্থানের মাধ্যমে তার পতন হবে। শেখ হাসিনা যেই আইন দিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছেন, সেই আইনের মাধ্যমেই এবার তার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে।

সভাপতির বক্তব্যে নগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, বিশ্ব মানবতার রক্ষাকবচ হচ্ছে ইসলাম। আজ থেকে ১৪৫০ বছর আগে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.) তার কর্মের মাধ্যমে মানবতার অনন্য নজীর স্থাপন করে আমাদের দেখিয়ে গেছেন।

নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় সভায় মহানগরীর অফিস সম্পাদক তৌহিদূর রহমান সুইট, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ বিভিন্ন থানার আমিররা উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version