Site icon Amra Moulvibazari

ছুটি কাটাতে বাড়ি ফেরার সময় সেনা সদস্যদের বাসে ভয়াবহ হামলা | Syria

ছুটি কাটাতে বাড়ি ফেরার সময় সেনা সদস্যদের বাসে ভয়াবহ হামলা | Syria

সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি বাসে হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৩০ সিরিয় সেনার। আহত হয়েছে আযো ১৫ জন।

পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারবেটারি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। বুধবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় দেইর আল জৌর প্রদেশে এই হামলা চালানো হয়।

জানা গেছে ছুটিতে বাড়ি ফেরার সময় হামলার শিকার হন সেনারা। আগুনে পুড়িয়েও দেয়া হয় বাসটি।

কীভাবে হামলার সূত্রপাত বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায় নি। তবে এক সময় আইএসের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলটিতে এখনো বিচ্ছিন্ন ভাবে সক্রিয় রয়েছে জঙ্গি এবং কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা।

প্রাথমিকভাবে জঙ্গিগোষ্ঠী আইএসকে এই হামলার জন্য দায়ী করছে স্থানীয় প্রশাসন।

Exit mobile version