Site icon Amra Moulvibazari

চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম


চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় রবিউল ইসলাম (৩০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় রবিউলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরে চিকিৎসক ক্ষতস্থানে সেলাই শেষে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠান।

আহত রবিউল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার ফারুক হোসেনের ছেলে। তিনি যুবলীগ কর্মী বলে প্রশাসনের একটি সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাড়ে ৮টার দিকে আহত অবস্থার রবিউলকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের ফার্মপাড়ায় গত দুদিন যাবত দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এর আগে রোববার (৮ ডিসেম্বর) রাতে রেলস্টেশন সংলগ্ন রেল কলোনী এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে। এতে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হন চুয়াডাঙ্গা পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন হোসেন (৪৯)।

অপর একটি পক্ষ জানিয়েছে, গত ৫ ডিসেম্বর ফার্মপাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশীয় অস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি যুবলীগ নেতা জনিকে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। জনিকে প্রশাসনের কাছে ধরিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে এ ঘটনার সূত্রপাত্র।

হুসাইন মালিক/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version