Site icon Amra Moulvibazari

গ্রিসে বাংলাদেশিদের বাসস্থান-স্বাস্থ্যসেবা উন্নয়নে বৈঠক

গ্রিসে বাংলাদেশিদের বাসস্থান-স্বাস্থ্যসেবা উন্নয়নে বৈঠক


গ্রিসের মানোলাদায় বসবাসকারী বাংলাদেশিদের বাসস্থান ও স্বাস্থ্য সেবা উন্নয়নে স্থানীয় ভাইস মেয়রের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। রোববার স্থানীয় সময় বিকেলে এ বৈঠক হয়।

গ্রিসে বসবাসকারী বাংলাদেশিদের একটি বিশাল অংশ মানোলাদা, লাপ্পা এলাকায় কৃষি খাতে নিয়োজিত। তাদের অক্লান্ত পরিশ্রম গ্রিসের কৃষি খাতে ব্যাপক ভূমিকা রাখছে, পাশাপাশি বাংলাদেশেও যাচ্ছে রেমিট্যান্স। কিন্তু সেখানে অনেকেই মানবেতর জীবন যাপন করছেন।

এমন পরিস্থিতিতে মানোলাদার ভাইস মেয়র স্ক্লাভেনিতিস গিওরগিওসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা ও দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম।

এ সময় ভাইস মেয়র গ্রিসের কৃষি খাতে ও অর্থনীতিতে বাংলাদেশিদের অবদান তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও বাংলাদেশিকর্মী বাড়ানোর পাশাপাশি তাদের বাসস্থান ও স্বাস্থ্য সেবা উন্নয়নের আশ্বাস দেন।

এর আগে বাংলাদেশিদের কর্মস্থল ও বাসস্থান পরিদর্শন করেন রাষ্ট্রদূত ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি,
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]
Exit mobile version