Site icon Amra Moulvibazari

এ বছর প্রেম, বিয়ে করে ফেললেন ‘তুফান’ ছবির গায়ক

এ বছর প্রেম, বিয়ে করে ফেললেন ‘তুফান’ ছবির গায়ক


আলোচিত ‘তুফান’ সিনেমার প্রথম গান ‘আসবে দিন’ গেয়েছিলেন তরুণ শিল্পী রেহান রাসুল। তারও আগে ‘বাজে স্বভাব’ শিরোনামে এক গান তাকে দিয়েছিল তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। চলতি বছর প্রেমে জড়িয়েছিলেন তিনি। বছর না পেরোতেই বিয়ে করে ফেললেন প্রেমিকাকে।

গতকাল (৬ ডিসেম্বর) শুক্রবার রাতে ফেসবুকে বিয়ের খবর জানান রেহান রাসুল। পাত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বিয়ে করেছি, শক খাইয়েন না, ঘটনা সত্য।’ বেশ আগেই দুজনার পরিচয় হয়েছে বলে জানান রেহান। তবে তাদের প্রেমের সূত্রপাত হয় চলতি বছর। প্রেমিকার নাম সাদিয়া ইসলাম। হঠাৎ করে বিয়ে করা প্রসঙ্গে রেহান বলেন, ‘বছরখানেক হলো আমাদের প্রেম। তবে পরিচয় ২০১৬ সালে। সেই থেকে বন্ধুত্ব। ২০২৩ সালে আমরা আড্ডা দিতে শুরু করি। একপর্যায়ে দেখি আমরা দুজন দুজনার প্রিয় হয়ে উঠছি। তারপর বিয়ে করে ফেললাম।’

হঠাৎ বিয়ে করলেন, নারী অনুরাগীরা মেসেঞ্জারে কিছু বলছে? তিনি হাসতে হাসতে বলেন, ‘সবাইকে বলেছিলাম কখনই বিয়ে করব না। তখন কি আর জানতাম যে এ রকম মানুষ পাব? ইচ্ছে ছিল এমন একজন মানুষ, যে আমাকে বদলাতে বলবে না, আমাকে আমার মতো রেখেই ভালোবাসবে। আমার মতো বাজে স্বভাব, ছন্নছাড়া, মুখের ওপর কথা বলা ছেলেটাকেই যেন ভালোবাসে। তাকে যেহেতু পেয়েই গেলাম, বিয়েটা করে ফেললাম।’

রেহান জানান, একেবারে পারিবারিক পরিসরে বিয়ে করে তিনি। করেননি কোনো অনুষ্ঠান, এমনকি আত্মীয়স্বজনকেও জানাননি। লালমাটিয়ার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন কেবল দুই পরিবারের অভিভাবকেরা। তিনি বলেন, ‘মনে হলো কাকে আলাদা করে জানাব, কাকে আয়োজন করে জানাব, কে আবার মন খারাপ করবে, কে অভিমান করবে। মনে হলো, বিয়ের খবরটা এবার জানিয়ে দেওয়া উচিত। তাই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দিলাশ। আমরা সবার শুভকামনা চাই।’

নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন রেহান রাসুল। ‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমায় অবন্তি সিঁথীর সঙ্গে দ্বৈতকণ্ঠে রেহান রাসুলের ‘রূপকথার জগতে’ গানটি ভীষণ জনপ্রিয়তা পায়। সেটিই ছিল তার প্লেব্যাক অভিষেক। পরে ‘প্রিয়তমা’ ছবিতে ‘গভীরে’ ও ‘তুফান’-এ ‘আসবে আমার দিন’ গানটি গেয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি।

আরএমডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version