Site icon Amra Moulvibazari

চুরির অভিযোগে যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণধোলাই

চুরির অভিযোগে যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণধোলাই


কুমিল্লার চান্দিনায় মোটরসাইকেল চুরির অভিযোগে মো. শুভ (২২) নামে এক যুবককে আটক করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

শুক্রবার (৬ ডিসেম্বর) চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ড মহারং মায়াকানন আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. শুভ মহারং এলাকার খোকন মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে চুরির সরঞ্জামসহ কয়েকটি চাবি জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, মহারং মায়াকানন এলাকার একটি বাসায় ঢুকে মোটরসাইকেল চুরির চেষ্টা করে। এ সময় ওই বাসার এক নারী দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন তাকে আটক করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণধোলাই দেয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর আগেও ওই যুবক একাধিক মোটরসাইকেল চুরি করেছে বলে জানায় স্থানীয়রা।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমূল হুদা জানান, চুরির সঙ্গে তার সম্পৃক্ততা যাচাই বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে আলফা অ্যাগ্রো লিমিটেড নামের একটি কোম্পানিতে চাকরি করা আব্দুর রাজ্জাক নামের একটি ব্যক্তি জানান, চলতি বছরের ১৫ জুন বাসার সামনে থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। যার সিসি টিভি ফুটেজের সঙ্গে আটক হওয়া শুভর মিল রয়েছে।

জাহিদ পাটোয়ারী/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version