Site icon Amra Moulvibazari

জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটি ঘোষণা করেন।

কমিটিতে আরিফুজ্জামান উজ্জ্বলকে আহ্বায়ক, তৌহিদ সিয়ামকে সদস্যসচিব, নাকিব আল মাহমুদ অর্ণবকে মুখ্য সংগঠক ও মালিহা নামলাহকে মুখপাত্র করা হয়েছে।

এছাড়াও ইমরান শাহরিয়ারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নাসিম আল তারিক ও ফারহানা বিনতে জিগার ফারিনাকে যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ ওবায়দুল্লাহকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, নাহিদ হাসান ইমন ও ইমরান হোসেন রাহাতকে যুগ্ম সদস্য সচিব, জান্নাত উল ফিরদাউস আঞ্জুম ও মোহাম্মদ রায়হানকে সংগঠক এবং সদস্য হিসেবে রয়েছেন নাফিজ উর রহমান, কাউসার আল আরমান, তানভীর আহমেদ শিহাব, মার্যিউর রহমান চৌধুরী, রাঈদ হোসেন ও গালিব হাসান। একই সাথে, আরিফ সোহেল ও মেহেরাব সিফাত কমিটির উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন।

এ কমিটির আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, দেশব্যাপী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ শাখাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখা সবসময়ই মনে করে গণঅভ্যুত্থান একটি স্পিরিট এবং এটি রক্ষায় সচেষ্ট থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা তার রক্ষা করার চেষ্টা করব। শুধু বিশ্ববিদ্যালয়ই নয় আমরা চেষ্টা করব সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাতে আপামর জনগণের সর্বাধিক গ্রহণযোগ্য সংগঠনে পরিণত হতে পারে।

এই কমিটি আগামী ৬ মাস দায়িত্ব পালন করবে।

সৈকত ইসলাম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version