Site icon Amra Moulvibazari

অ্যাডিলেইড টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার

অ্যাডিলেইড টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার


প্রথম ইনিংসে ভারতকে অলআউট করলো মাত্র ১৮০ রানে। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৮৬ রান তুলে অ্যাডিলেইড টেস্টের প্রথম দিনের খেলা শেষ করলো অস্ট্রেলিয়া। নিসঃন্দেহের দুর্দান্ত একটি দিন পার করেছে অসিরা। যেন ভারতকে খেলা শিখিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান ম্যাকসুইনি ও মারনাস লাবুশেনরা।

দিবারাত্রির টেস্ট হওয়ায় খেলা হয়েছে লাল বলে। দিনের শেষ দিকে বেশ কয়েকবার ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ায় খেলা বিঘ্নিত হয়েছিল। পুরো দিনে খেলা হয়েছে ৭৭.১ ওভার।

অ্যাডিলেইডে এদিন ক্যারিয়ারসেরা বোলিং করেন মিচেল স্টার্ক। ৪৮ রানে ৬ উইকেট শিকার করেন বাঁহাতি অসি পেসার। ইনিংসের প্রথম বলেই ভারতীয় ওপেনার যসশ্বী জয়সওয়ালকে এলব্ডিব্লিউ করেন স্টার্ক। ৪৪তম ওভারের প্রথম বলে নিতীশ কুমার রেড্ডিকে ট্রাভিস হেডের ক্যাচ বানিয়ে ভারতীয় ইনিংসের ইতি টেনে দেন অসি পেসার। মাঝে ওপেনার লোকেশ রাহুল, বিরাট কোহলি, রবীচন্দ্রন অশ্বিন, ও হার্শিত রানাকে আউট করেন তিনি।

আজকের আগে স্টার্কের ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার ছিল ২০১৬ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ রানে ৬ উইকেট।

গোলাপী বলের টেস্টে কিছু বুঝে ওঠার আগেই জয়সওয়ালকে (১ বলে ০) ফেরান স্টার্ক। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি করেন শুবমান গিল ও লোকেশ রাহুল। ১৮তম ওভারে চতুর্থ বলে রাহুলকে (৬৪ বলে ৩৭) নাথান ম্যাকসুইনির ক্যাচ বানিয়ে অস্ট্রেলিয়াকে ব্রেকথ্রু এনে দেন স্টার্ক।

এরপর আর তেমন একটা দাঁড়াতে পারেনি ভারত। ৮৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। ৮ বলে ৭ রান করে স্টার্কের বলে দ্বিতীয় স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ হন কোহলি। গিল থামেন ৫১ বলে ৩১ রান করে স্কট বোল্যান্ডের বলে এলবিডব্লিউ হয়ে।

ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৩ বলে ৩ রান করে বোল্যান্ডের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন অধিনায়ক রোহিত শর্মা। পতন হয় পঞ্চম উইকেটের।

রিশাভ পান্ত ও নিতীশ কুমার রেড্ডির ২২ রানের জুটিতে ১০০ পার করে ভারত। পান্তের (৩৫ বলে ২১) লড়াই থেকে প্যাট কামিন্সের বাউন্সারে স্লিপে মারনাস লাবুশেনের হাতে ক্যাচ হয়ে। স্টার্কের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২২ বলে ২২ রান করেন অশ্বিন।

হার্ষিত রানাকে ৩ বলে ০ রানে বোল্ড করেন স্টার্ক। নবম উইকেটে জাসপ্রিত বুমরাহ ও রেড্ডির ৩৫ রানের জুটিতে ১৫০ পার করে ভারত। ৪৩তম ওভারের তৃতীয় বলে প্রথম স্লিপে ওসমান খাজার হাতে ক্যাচ দিয়ে কামিন্সের দ্বিতীয় শিকার হন (৮ বলে ০)। সর্বশেষ আউট হওয়া রেড্ডিই ভারতীয়দের ইনিংসে সর্বোচ্চ রান করেন। ৫৪ বলে ২২ রান করেন তিনি। ৪৪.১ ওভারে গুটিয়ে যায় ভারত।

জবাব দিতে নেমে দলীয় ২৪ রানে ওপেনার ওসমান খাজাকে (৩৫ বলে ১৩) হারায় অস্ট্রেলিয়া। বাঁহাতি অসি ব্যাটারকে প্রথম স্লিপে রোহিত শর্মার হাতের ক্যাচ বানান ভারতীয় ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ। এরপর দ্বিতীয় উইকেটে ৬২ রানের অপরাজিত জুটিতে দিনের খেলা শেষ করে আসেন নাথান ম্যাকসুইনি ও মারনাস লাবুশেন। ম্যাকসুইনি ৩৮ আর লাবুশেন উইকেটে আছেন ২০ রান নিয়ে।

অস্ট্রেলিয়ার হয়ে স্টার্কের ৬ উইকেটের পাশাপাশি প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড দুুটি করে উইকেট শিকার করেন।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version