Site icon Amra Moulvibazari

বিজিএমইএ প্রশাসকের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিজিএমইএ প্রশাসকের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ


বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা ইতালি ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে সহযোগিতার নতুন সুযোগগুলোর অন্বেষণ নিয়ে আলোচনা করেন।

উভয়পক্ষ ইতালির বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি, বিশেষ করে উচ্চমূল্যের পণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা করেন।

বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাসহ বাংলাদেশে যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো ঘটছে, তা তুলে ধরেন।

তিনি পরিবেশগত সাসটেইনেবিলিটির ক্ষেত্রে বাংলাদেশের পোশাক শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতিও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে এখন বিশ্বের সর্বোচ্চ সংখ্যক পরিবেশবান্ধব পোশাক কারখানা রয়েছে, যা টেকসই উৎপাদন অনুশীলনের প্রতি শিল্পের গভীর অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।

তিনি নন-কটন টেক্সটাইল খাতসহ, বাংলাদেশের উদীয়মান খাতগুলোতে ইতালির ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো দুই দেশের মধ্যে বিরাজমান অব্যবহৃত সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর জোর দেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগগুলো চিহ্নিত করে সেগুলো কাজে লাগাতে আরও আলোচনা করার পরামর্শ দেন।

ইএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version