Site icon Amra Moulvibazari

দেখা যাবে ৫ বছর আগের বাপ্পীকে

দেখা যাবে ৫ বছর আগের বাপ্পীকে


পাঁচ বছরের বেশি সময় আগে শুরু হয়েছিল ‘ডেঞ্জার জোন’ সিনেমার শুটিং। তখন একটি ফার্স্টলুক প্রকাশের পর আলোচনায় আসেন নায়ক বাপ্পী চৌধুরী। এরপর নানান কারণে থেমে ছিল সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্পনির্ভর ছবিটির নির্মাণ কাজ। সব কাজ শেষে এবার মুক্তির তারিখ জানালেন নির্মাতা বেলাল সানি।

তিনি জানান, ‘ডেঞ্জার জোন’ মুক্তির জন্য চলতি মাসের ১০ তারিখে সেন্সর সার্টিফিকেশন হাতে পেয়েছি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ ডিসেম্বর দর্শক ছবিটি হলে গিয়ে দেখতে পারবেন।

নির্মাতা বেলাল সানি জানান, বহু বাধাবিপত্তির কারণে ‘ডেঞ্জার জোন’ ছবিটি দর্শকের দোরগোড়ায় নিয়ে আসতে অনেকটা সময় চলে গেল। আগের প্রযোজক ছবিটি মুক্তি দিতে বিলম্ব করেছে। টাইম মিডিয়া ছবিটির স্বত্ব কিনে নিয়েছে। তাই নতুন উদ্যোমে ‘ডেঞ্জার জোন’ দর্শকের সামনে নিয়ে আসছি আমরা।

নায়ক বাপ্পী চৌধুরী বলেন, বছর শেষে আসছে ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আমার অভিনীত ‘ডেঞ্জার জোন’ সিনেমা। আশা করি আপনাদের চলচ্চিত্রটি ভালো লাগবে।

বাপ্পী-জলি ‘ডেঞ্জার জোন’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

সর্বশেষ ‘শত্রু’ সিনেমায় দেখা গিয়েছিল বাপ্পীকে। কিন্তু সেই ঝলকের পর এই নায়ক প্রায় উধাও। সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব একটা সরব নন বাপ্পী।

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version