Site icon Amra Moulvibazari

বিনিয়োগকারীদের জন্য যোগ্য পরিবেশ তৈরি করতে হবে: অর্থ সচিব নাজমা

বিনিয়োগকারীদের জন্য যোগ্য পরিবেশ তৈরি করতে হবে: অর্থ সচিব নাজমা


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৃহৎ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক বলেছেন, দেশের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের যোগ্য পরিবেশ তৈরি করতে হবে।

বুধবার (৪ নভেম্বর) বিএসইসি কার্যালয়ে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সচিব নাজমা মোবারকের সঙ্গে এসময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, যুগ্ম সচিব কামরুল হক মারুফ, উপসচিব ফরিদা ইয়াসমিনসহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসইসির পক্ষে বৈঠকে অংশ নেন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও নির্বাহী পরিচালক ও পরিচালকরা।

বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসির বৃহৎ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের যোগ্য পরিবেশ তৈরি করতে হবে।

এসময় পুঁজিবাজারের বিভিন্ন পলিসি সংক্রান্ত বিষয়ে এবং বাজারে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর সমাধানে একসঙ্গে কাজ করার কথা উল্লেখ করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানান, পুঁজিবাজারের বিদ্যমান সংকট নিরসনে এবং পুঁজিবাজারের সম্ভাবনাকে কাজে লাগাতে বিএসইসি নিরলস কাজ করছে।

তিনি পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে সহযোগিতার অনুরোধ জানান। দেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের জন্য পুঁজিবাজারের বিকাশ ও উন্নয়ন করতে হবে এবং অর্থনীতির স্বার্থে সমন্বিত আর্থিক ব্যবস্থা ও নীতিমালা দরকার বলে উল্লেখ করেন।

বিএসইসি কমিশনার মু. মোহসিন চৌধুরী বিএসইসির সক্ষমতা বৃদ্ধিসহ সংস্থার কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি এবং দেশব্যাপী বিনিয়োগ শিক্ষার প্রসার নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব বলেন, পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরণের সহায়তা করবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। পুঁজিবাজারে বিভিন্ন অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান এবং সব ধরনের অনিয়ম রোধে উদ্যোগ নিতে অনুরোধ করেন।

এমএএস/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version