Site icon Amra Moulvibazari

টেস্ট পরীক্ষার ফল ২৭ ফেব্রুয়ারির মধ্যে, ফরম পূরণ শুরু ২ মার্চ

টেস্ট পরীক্ষার ফল ২৭ ফেব্রুয়ারির মধ্যে, ফরম পূরণ শুরু ২ মার্চ


২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরুর দিনক্ষণ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের দ্বাদশের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা শেষ করে ফল প্রকাশের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

বোর্ডের ঘোষণা অনুযায়ী- নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে ফলাফল প্রকাশ করতে হবে ২৭ ফেব্রুয়ারির মধ্যে। এরপর ২ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু হবে।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে, ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ২ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে।

এএএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version