Site icon Amra Moulvibazari

ডেঙ্গু প্রতিরোধে শেকৃবিতে দিনব্যাপী ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে শেকৃবিতে দিনব্যাপী ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি


আমি পরিষ্কার তো দেশ পরিষ্কার প্রতিপাদ্য সামনে রেখে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ক্লিন ক্যাম্পাস শীর্ষক দিনব্যাপী এক পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ছিল র‍্যালি, সচেতনতামূলক প্রচারণা, ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করা প্রভৃতি।

রোববার (১ ডিসেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারি কল্যাণ সমিতির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. আব্দুল লতিফ।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে সকাল ১০টায় একটি র‍্যালি বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, সহকারী প্রক্টর অধ্যাপক মো. আখতার হোসেন, বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তা, কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নূর জামাল, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

কর্মসূচিতে কর্মচারী কল্যাণ সমিতির প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবক অংশ নেয়। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ ও মসজিদসহ একাডেমিক, প্রশাসনিক এবং আবাসিক ভবনের আশেপাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং যথাস্থানে ময়লা আবর্জনা ফেলতে সকলকে উৎসাহিত করেন এবং ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সম্পর্কে কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নূর জামাল বলেন, ক্যাম্পাস আমাদের নিজের। আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ক্যাম্পাসটা সুন্দরভাবে সাজাতে। আমরা নিজেরা যদি সচেতন হই, আমাদের আশেপাশের জায়গা পরিষ্কার রাখি তাহলে ক্যাম্পাসটা অনেক সুন্দর হবে। আমাদের কার্যক্রম দেখে সকলে যাতে উদ্বুদ্ধ হয়, এটাই আমাদের চাওয়া।

তিনি আরও বলেন, বর্তমানে ডেঙ্গু অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। আমরা যেন দৃঢ়ভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে পারি এ জন্য আমাদের এ পরিচ্ছন্নতা অভিযান। এছাড়া এক মাস পরপর এমন কর্মসূচি আয়োজন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাইদ আহম্মদ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version