Site icon Amra Moulvibazari

জনসম্মুখে ক্ষমা চেয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে | Japan

জনসম্মুখে ক্ষমা চেয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে | Japan

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার কার্যালয়ের বিরুদ্ধে ওঠা রাজনৈতিক তহবিল সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগ অস্বীকার করার জন্য ক্ষমা চেয়েছেন । শুক্রবার পার্লামেন্টে তিনি তার পূর্ব বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি আর্থিক অনিয়মের বিষয়টি জানতেন না বলেও স্বীকার করেছেন ।

জাপানে রাজনৈতিক তহবিল সংক্রান্ত কঠোর আইনের আওতায় রাজনীতিবিদরা তাদের সমর্থকদের জন্য অর্থব্যয় করা কিংবা তাদেরকে কোনও রকম উপহার – উপঢৌকন দিতে পারেন না । শিনজো অ্যাবে ক্ষমতায় থাকাকালে তার কার্যালয় সমর্থকদের জন্য নৈশভোজের আয়োজন করে সেই অনুষ্ঠানের খরচের বিষয়টি লুকিয়ে রাখে । এমন সন্দেহ থেকে তহবিল আইন ভঙ্গের অভিযোগ উঠায় সমালোচনার শিকার হয়েছেন অ্যাবে ।

গতবছর ওই অভিযোগ নিয়ে পার্লামেন্টে অ্যাবেকে করা প্রশ্নোত্তর পর্বে তিনি মিথ্যা বক্তব্য দেন । এ নিয়ে নিজের কৃতকর্মের জন্য বৃহস্পতিবার জনসম্মুখে ক্ষমাও চেয়েছেন অ্যাবে । শুক্রবার পার্লামেন্টে তলব করা হলে , সেখানেও তিনি বলেন , সংসদে দেয়া তার পূর্ব বক্তব্য সংশোধন করছেন ।

Exit mobile version