Site icon Amra Moulvibazari

আসছে লতিকা হালদারের গবেষণাগ্রন্থ ‘ইমসেফ’

আসছে লতিকা হালদারের গবেষণাগ্রন্থ ‘ইমসেফ’


অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে লতিকা হালদারের ঐতিহাসিক গবেষণাধর্মী বই ‘ইমসেফ’। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান দূরবীণ। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী জুলিয়ান। বইটির পরিবেশক কিংবদন্তী পাবলিকেশন।

প্রকাশক অঞ্জন হাসান পবন জানান, মিশরের বিখ্যাত ইমহোটেপকে কে না চেনে? সাক্কারায় থাকা স্টেপ পিরামিডের স্থপতি কিংবা চিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদান রাখা ব্যক্তিত্ব। অপরদিকে বাইবেলে বর্ণিত জ্যাকবের পুত্র যোসেফ বা নবী ইউসূফের (আ.) কীর্তির কথাও কারোর অজানা নয়।

আরও পড়ুন

তিনি জানান, এরা দুজন একই ব্যক্তি কি না- এ নিয়ে শোরগোল তুললো কেউ কেউ। কারোর মতে, যিনি যোসেফ তিনিই ইমহোটেপ। আবার কেউ বলল, না ভিন্ন ব্যক্তি। অথচ আশ্চর্য মিল আছে এই দুই ব্যক্তিত্বের মধ্যে। যা অস্বীকারও করা যায় না।

তিনি আরও জানান, সময়ের ফারাকও বিস্তর! তাহলে সত্য কোনটি? আসলেই কি ইমহোটেপ যোসেফ মিলে একজন। নাকি তারা ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন দুইজন? এ বিষয়ে জানতে হলে পড়তে হবে লতিকা হালদারের ‘ইমসেফ’।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version