Site icon Amra Moulvibazari

শিপ্রার বিরুদ্ধে পুলিশের করা মামলায় র‍্যাবের চূড়ান্ত প্রতিবেদন; নারাজি দিয়েছে পুলিশ

শিপ্রার বিরুদ্ধে পুলিশের করা মামলায় র‍্যাবের চূড়ান্ত প্রতিবেদন; নারাজি দিয়েছে পুলিশ

সিনহা রাশেদ হত্যার ঘটনায় সহযোগী শিপ্রা দেনাথের বিরুদ্ধে পুলিশের করা মাদক মামলার র‍্যাবের দেয়া চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিয়েছে পুলিশ।

দুপুরে কক্সবাজার সিনিয়র জুডীশিয়াল ম্যাজিস্ট্র্যাট দেলোয়ার হোসেনের আদালতে র‍্যাবের দেয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে পুলিশের করা মাদক মামলার বাদী এস আই শফিকুল ইসলাম এই নারাজি পিটিশন দেন।

বাদীর পক্ষে নারাজি পিটিশন দিয়ে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাকারিয়া।


আরো পড়ুনঃ সিলেটে ধর্মঘটের সুযোগে সৎ ব্যবহার করছে রাইড চালকরা

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন পারটেক্স গ্রুপের চেয়াম্যান এম এ হাশেম | M.A Hashem

Exit mobile version