Site icon Amra Moulvibazari

নোয়াখালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের গোলাগুলি

নোয়াখালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের গোলাগুলি


নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন ছয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের শওকত আলীর ছেলে মো. তারেক হোসেন (১৮), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেয়ালিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে শাকিব (২৪) ও গোপালপুর ইউনিয়নের মহবুল্যাহপুর গ্রামের আবদুল হকের ছেলে বাহার উদ্দিন (২৫)।

এদের কাছ থেকে একটি এলজিসহ কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। মারাত্মক আহত বাহার উদ্দিনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাসেল গ্রুপের নেতা রাসেল জেল থেকে বেরিয়ে গোপালপুরের গাড়িস্ট্যান্ড ও বাজার দখল করবে বলে ফেসবুকে স্ট্যাটাস দেন। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরের পর রাসেল ১০-১২ মোটরসাইকেলে সহযোগীদের নিয়ে অস্ত্রের মহড়া দেন। এসময় গোপালপুর ইউনিয়ন যুবদল কর্মী শাহিন ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহসিনসহ স্থানীয় এলাকাবাসী তাদের পাথর নিক্ষেপসহ মারধর করেন। এতে বাহারসহ পাঁচজন আহত হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সংবাদ পেয়ে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version