Site icon Amra Moulvibazari

তারকায় ভরা অক্ষয়-রিতেশদের ‘হাউজফুল ৫’, প্রকাশ হলো ছবি

তারকায় ভরা অক্ষয়-রিতেশদের ‘হাউজফুল ৫’, প্রকাশ হলো ছবি


বলিউডের অন্যতম বড় কমেডি ফ্র্যাঞ্চাইজির একটি সাজিদ নাদিয়াদওয়ালার ‘হাউসফুল’। এর আগে সিরিজের চারটি সিনেমা মুক্তি পেয়েছে। বলা যায় চারটি সিনেমাই বক্স অফিসে বাজিমাত করেছে। এবার আসতে চলেছে ‘হাউজফুল ৫’। সিনেমাটির নির্মাণকাজ শুরু হয়েছে।

সিনেমার ঐতিহ্য উদযাপন করতে, টিম একটি ছবি প্রকাশ করেছে। সেই ছবিতে তারকাদের বিশাল তালিকা তুলে ধরেছে। ছবিতে তারাকানরা তাদের নিজ নিজ চরিত্রে উপস্থিত হয়েছেন। এটি ভক্তদের জন্য একটি দারুণ উপহার!

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে অভিনেতা অক্ষয় কুমারকে দেখা গেছে সাদা ভেস্ট এবং বাদামী কার্গো প্যান্ট পরিধান করে আছেন। সঙ্গে স্টাইলিশ সানগ্লাস পরেছেন। যা তার মজাদার চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।

‘হাউসফুল ৫’ প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার একটি মাইলস্টোন কাজ হিসেবে তৈরি হচ্ছে। কারণ বলিউডে এটিই প্রথম ফ্র্যাঞ্চাইজি যা তার পঞ্চম কিস্তিতে পৌঁছেছে। আগের পর্বগুলোর চেয়ে পাঁচ গুণ বেশি বিনোদন এবং কমেডি নিয়ে তৈরি হবে ছবিটি, দাবি করেছেন পরিচালক তরুণ মন্সুখানি।

বিগ বাজেটের সিনেমাটির শুটিং হয়েছে লন্ডন থেকে ফ্রান্স, স্পেনের মনোরম ও বিলাসবহুল ক্রুজে।

ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে আরও আছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দিস, সোনাম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার, চাঙ্কি পান্ডে, জনি লিভার, শ্রেয়স তালপাদে, দিনো মোরিয়া, চিত্রাংদা সিং, রঞ্জিত, সাউন্ডার্য শর্মা, নিকিতিন ধীর এবং আরও অনেকেই।

‌‘হাউসফুল ৫’ আগামী বছরের ৬ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version