Site icon Amra Moulvibazari

ঢামেকে যৌথবাহিনীর অভিযানে ২১ দালাল আটক

ঢামেকে যৌথবাহিনীর অভিযানে ২১ দালাল আটক


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারক চক্র নির্মূলে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে ২১ জনকে আটক করা হয়।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলে এ অভিযান। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। এ সময় কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আটকরা হলেন- মো. সুমন (২৫), সাইদুর রহমান (৩০), শিশির আহমেদ (২১), মো. কাউসার (৩০), মো. আরিফ (১৯), নজরুল ইসলাম (৪০), সাগর (২৭), মো. রিমন (২৩), জয়দেব বর্মন (৩২), মাহমুদা বেগম (৫৩), মুনতাহার বেগম (২৩), মমতাজ বেগম (৬০), শেফালী আক্তার (৬৫)।

মোরশেদা বেগম (৪০), শাহিনুর বেগম (৪৫), শাহনাজ বেগম (৪০), শিউলি বেগম (৪২), শিউলি বেগম (৪০), মর্জিনা বেগম (৪৫), মো. সাইফুল (৩২) ও মো. রাজিব (২৪)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, আমাদের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছে ঢাকা মেডিকেলে দালাল চক্রের বিষয়ে। আজ এনএসআই ঢাকা উইংয়ের তথ্য অনুযায়ী যৌথবাহিনীর সহায়তায় হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে ওই ২১ জন নারী-পুরুষকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, দালাল চক্র নির্মূলে এটি নিয়মিত অভিযান। এখন থেকে এই অভিযান সবসময় চলমান থাকবে। আমরা চাই দালালমুক্ত হাসপাতাল। এখানে চিকিৎসা নিতে এসে কোনো রোগী যেন প্রতারণার ফাঁদে না পড়েন- এই বিষয়টা লক্ষ্য রেখেই অভিযান অব্যাহত থাকবে।

কাজী আল-আমিন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version