Site icon Amra Moulvibazari

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু


কুমিল্লায় দুই লাইনের ট্রেনের মাঝে দিশাহারা হয়ে কাটা পড়ে শিল্পী আক্তার (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) কুমিল্লা স্টেশনের নিকটবর্তী ধর্মপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিল্পী আক্তার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ডগ্রাপাড়া এলাকার জামাল হোসেনের স্ত্রী।

কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা কামাল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা স্টেশনের দিক থেকে ধর্মপুর রেলগেট পার হয়ে অশোকতলা রেলগেটের দিকে হেঁটে আসছিলেন শিল্পী আক্তার। এ সময় চট্টগ্রাম ও ঢাকার দিক থেকে একসঙ্গে দুইটি ট্রেন আসছিল। সামনের দিকে ট্রেন থাকায় তিনি লেন বদলে অন্য লেনে হাঁটছিলেন।

এসময় পেছন থেকে আসা ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসে ট্রেনটি বার বার হর্ন দিলেও তিনি সামনের পাশ দিয়ে যাওয়া ট্রেনের শব্দ ভেবে হেঁটেই যাচ্ছিলেন। আশপাশের মানুষ চিৎকার করলেও তিনি শুনতে পাননি। এক পর্যায়ে সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা কামাল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিল্পী আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

জাহিদ পাটোয়ারী/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version