Site icon Amra Moulvibazari

মিউচুয়াল ফান্ড শেয়ারবাজারের সম্মুখভাগে থাকা উচিত

মিউচুয়াল ফান্ড শেয়ারবাজারের সম্মুখভাগে থাকা উচিত


মিউচুয়াল ফান্ড খাত শেয়ারবাজারের সম্মুখভাগে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

তিনি বলেন, মিউচুয়াল ফান্ড শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের জন্য ভালো বিকল্প হিসেবে কাজ করে। মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ দক্ষ ও অভিজ্ঞ ফান্ড ম্যানেজারদের মাধ্যমে শেয়ারবাজারে আসে। এর ফলে বিনিয়োগকারীদের বিনিয়োগ লাভজনক হওয়ার সম্ভবনা বৃদ্ধির পাশাপাশি তাদের বিনিয়োগ অধিক সুরক্ষা পায়।

সোমবার (২৫ নভেম্বর) ডেভলপিং দ্য মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ শীর্ষক এক সভায় তিনি এসব কথা বলেন। বিএসইসি উদ্যোগে এবং শেয়ারবাজারে কর্মরত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর শীর্ষ প্রতিনিধিদের অংশগ্রহণে বিএসইসি ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ। এছাড়া বিএসইসির কর্মকার্তারা এবং শেয়ারবাজারে কর্মরত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) উপস্থিত ছিলেন।

খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দেশের মিউচুয়াল ফান্ড খাতকে যথাযথভাবে গঠন করতে না পারলে দেশের শেয়ারবাজার আগামীতে সামনে আগাতে পারবে না। শেয়ারবাজার ও মিউচুয়াল ফান্ড খাতের সমস্যা ও প্রতিবন্ধকতা দূর করতে এবং এ ক্ষেত্রে টেকসই সমাধান ও উন্নয়নের লক্ষ্যে বিএসইসি কাজ করছে।

বিএসইসি মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সব ধরনের সহায়তা দিতে ইচ্ছুক বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও দেশের মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানগুলোকে নিজেদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে সংঘবদ্ধভাবে কাজ করার ওপর খাত সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন বিএসইসি চেয়ারম্যান।

সভায় শেয়ারবাজারে কর্মরত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর শীর্ষ প্রতিনিধিরা দেশের শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড খাতের বর্তমান পরিস্থিতি ও সংস্কারসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে মিউচুয়াল ফান্ড খাতের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিষয়টি সভায় বিশেষ গুরুত্ব পায়।

এমএএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version