Site icon Amra Moulvibazari

তাসকিনের বোলিং আগুনে কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ

তাসকিনের বোলিং আগুনে কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ


দিনের শুরুতে যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, কার সুফল পাচ্ছে বাংলাদেশ। প্রথম সেশনেই দ্রুত ৩ উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ। বিশেষ করে তাসকিন আহমেদ, ২টি উইকেট নিয়েছিলেন তিনি। অন্যটি নেন শরিফুল ইসলাম। ক্যাচ মিস না হয়ে প্রথম সেশনেই হয়তো ক্যারিবীয়দের উইকেট থাকতো আরও বেশি।

তবে দ্বিতীয় সেশনের শুরুতেই স্বাগতিকদের ওপর সেই চাপ অব্যাহত রেখেছে বাংলাদেশ। এই সেশনেও তাসকিন। আবারও জোড়া উইকেট নিলেন তিনি। সঙ্গে একটি নিলেন মেহেদী হাসান মিরাজ। ফলে ১০০ রান পূর্ণ হওয়ার আগেই ৬ জন ব্যাটারকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এ প্রতিবেদন লেখার সময় ক্যারিবীয়দের রান ৬ উইকেট হারিয়ে ১০১। জসুয়া দ্য সিলভা শূন্য রানে এবং অ্যালজারি জোসেফ ব্যাট করছেন ৬ রানে।

দিনের শুরুতে পিচ থেকে যে সুবিধা পাওয়া যায়, তা যেন পুরোপুরিই আদায় করে নেয় বাংলাদেশ। স্বাগতিকদের উদ্বোধনী জুটিকে ২৫ রান নিতে দেন টাইগার বোলাররা। এরপরই আঘাত হানেন তাসকিন আহমেদ, সঙ্গে শরিফুল।

পঞ্চম ওভারে ওপেনার মিকাইল লুইসকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান তাসকিন। ১৮ বলে ৮ রান করে বিদায় নেন লুইস। ১১তম ওভারে কেসি কার্টিকেও তুলে নেন তাসকিন। ১৩ বলে ৩ রান করেই সাজঘরে পথে হাঁটেন ক্যারিবীয় ব্যাটার। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে ২৩ রানের (৩৫ বলে) বেশি করতে দেননি শরিফুল ইসলাম।

৩৯ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ৩ উইকেটে ৬১ রান করে লাঞ্চ বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিরতি থেকে ফিরে আসার পর কাভেম হজকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। ৫৮ বলে ১৫ রান করেন তিনি। অ্যালিক আথানাজে কিছুটা বিধ্বংসী হয়ে উঠেছিলেন। ৬৩ বলে ৪২ রান করে ফেলেছিলেন তিনি।

তবে মেহেদী হাসান মিরাজের লেগ বিফোর ফাঁদে পড়ে অ্যালিক আথানাজে আউট হয়ে যান। আগের ইনিংসে সেঞ্চুরি করা জাস্টিন গ্রিভসকে মাত্র ২ রানে বোল্ড করে দেন তাসকিন আহমেদ।

গতকাল রোববার ৯ উইকেটে ২৬৯ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করে টাইগাররা। সে হিসেবে আজ মাঠে নামার কথা ছিল গতকালের অপরাজিত দুই ব্যাটার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে খেল দেখায় বাংলাদেশ।

আইএইচএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version