Site icon Amra Moulvibazari

খালেদা জিয়াকে ওমরাহ পালনের আমন্ত্রণ সৌদি আরবের

খালেদা জিয়াকে ওমরাহ পালনের আমন্ত্রণ সৌদি আরবের


সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওমরাহ হজ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান।

সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানান সৌদি রাষ্ট্রদূত। প্রায় ঘণ্টাখানেক খালেদা জিয়ার বাসায় বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনো কমেন্ট করেননি। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। সৌদি রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে ম্যাডামকে শুভেচ্ছা জানিয়েছেন। ম্যাডামও প্রতিউত্তরে শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন।

আরও পড়ুন

এসময় রাষ্ট্রদূত ম্যাডামের শারীকির অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ম্যাডামের বিদেশে যাওয়ার বিষয়ে জানতে চান। তিনি চিকিৎসার জন্য বাইরে গেলে ফেরার পথে যেন সৌদি আরবে ওমরা পালন করে আসেন সে জন্য আমন্ত্রণ জানান।

এসময় বৈঠকে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version