Site icon Amra Moulvibazari

আওয়ামী লীগ পচে গেছে: ছাত্রদল নেতা

আওয়ামী লীগ পচে গেছে: ছাত্রদল নেতা


ছাত্রলীগ যেভাবে শিক্ষার্থীদের নিয়ে নোংরা রাজনীতি করেছে, ছাত্রদল সে ধরনের রাজনীতি করে না। সেজন্যই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন পচে গেছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণের সময় এসব কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল।

এসময় তিনি আরও বলেন, মানুষের বাঁচার জন্য যেমন খাবার প্রয়োজন, তেমনি গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন প্রয়োজন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসাইন, ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদী হাসান, উপজেলা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, ইমরান হোসেন সোহাগ, সোহেল রানা সাকিব, মেহেদী হাসান শাওন প্রমুখ।

শেখ মহসীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version