Site icon Amra Moulvibazari

বাংলাদেশকে খেল দেখানো সেই গজনফারকে নিয়ে কাড়াকাড়ি

বাংলাদেশকে খেল দেখানো সেই গজনফারকে নিয়ে কাড়াকাড়ি


আরব আমিরাতে বাংলাদেশকে খেল দেখিয়েছিলেন আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফার। আফগানদের সিরিজে জেতাতে দারুণ সহায়তা করে আলোচনায় এসেছিলেন তিনি। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একাই নিয়েছেন ৬ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে নেন ২ উইকেট।

এবার আইপিএল নিলামে সেই গজনফারকে দলে নিতে কাড়াকাড়ি লেগেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ৭৫ লাখ ভারতীয় রুপি ভিত্তিমূল্যে নিবন্ধন করলেও ডানহাতি এই স্পিনার বিক্রি হয়েছেন ৪ কোটি ৮০ লাখ রুপিতে। তাকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

গজনফারের নাম তুললে প্রথমে আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে লড়াইয়ে যোগ দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরু (আরসিবি)। ১০ লাখ করে দাম বাড়াতে থাকে দুই ফ্র্যাঞ্চাইজি।

কেকেআর ১ কোটি ৫০ লাখ রুপি তুললে পরবর্তী বিডে আরসিবি চলে যায় ২ কোটি রুপিতে। এরপর কেকেআর লড়াইয়ে থাকলেও বাইরে চলে যায় আরসিবি। লড়াইয়ে যুক্ত হয় মুম্বাই।

মুম্বাই একলাফে চলে যায় ২ কোটি ৪০ লাখ রুপিতে। এরপর কেকেআর ৩ কোটি, মুম্বাই ৪ কোটিতে চলে যায়।

আরও ২০ লাখ বাড়িয়ে কেকেআর চলে যায় ৪ কোটি ২০ লাখ রুপিতে। এরপর মুম্বাই তোলে ৪ কোটি ৮০ লাখ রুপি। কেকেআর আর লড়াইয়ে না আসায় গজনফারকে পেয়ে যায় মুম্বাই।

উল্লেখ্য, এখনো আফগানিস্তানের টি-টোয়েন্টি দলে অভিষেক হয়নি গজনফারের। শুধু ওয়ানডে অভিষেক হয়েছে তার। তাও খেলেছেন মাত্র ৮ ম্যাচ।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version