Site icon Amra Moulvibazari

বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষ; আহত ৭

বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষ; আহত ৭

হবিগঞ্জে আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৭ জন। বিকেলে জেলা সদর থানার সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গতকাল জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার বিজয় দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ঘটনা ঘটে। এর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল কর্মসূচির ডাক দেয় দুই গ্রুপই।

এক পর্যায়ে থানার সামনে দুই গ্রুপ মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ছবি তুলতে গেলে স্থানীয় সাংবাদিকদের উপরও হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় এক সাংবাদিককে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Exit mobile version