পাবনার সাঁথিয়ায় বাকুল (৪৫) নামে আত্মসমর্পণকারী এক চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার রাউত গ্রামের এবতেদায়ী মাদরাসা এলাকার মুকুলের বাড়ির পেছনের সড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।
নিহত বাকুল উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের রওশনের ছেলে। তিনি আত্মসমর্পণকারী চরমপন্থি সদস্য। বর্তমানে ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বাকুল ঘোড়ার গাড়িতে ধান নিয়ে সাঁথিয়ার রাউত গ্রামের জালাল মাস্টারের বাড়িতে যাচ্ছিলেন। রাত ৯টার দিকে ওই এলাকার এবতেদায়ী মাদরাসা এলাকার মুকুলের বাড়ির পেছনের সড়কে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত গলা কেটে ও কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ওসি মো. সাইদুর রহমান বলেন, হত্যার কারণ জানা যায়নি। তবে তিনি চরমপন্থি সদস্য ছিলেন এবং তার নামে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এফএ/জেআইএম