Site icon Amra Moulvibazari

মুমিনুলের পর জাকেরের ফিফটিতে ফলোঅন এড়ালো বাংলাদেশ

মুমিনুলের পর জাকেরের ফিফটিতে ফলোঅন এড়ালো বাংলাদেশ


মুমিনুল হকের পর ফিফটি হাঁকালেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা জাকের আলী। অ্যান্টিগা টেস্টে কোনোমতে ফলোঅন এড়ালো বাংলাদেশ। তৃতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৯ উইকেটে ২৬৮ রান। এখনও তারা পিছিয়ে ১৮১ রানে।

আলজেরি জোসেফ, জেডেন সিলস, জাস্টিন গ্রেভসের ত্রিমুখী আক্রমণে ফলোঅনের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে শেষদিকে জাকের আলী, তাইজুল ইসলামদের প্রতিরোধে সেই শঙ্কা কাটিয়েছে সফরকারী দল।

ধীরগতির পিচে বাংলাদেশ ব্যাটিং করছিল দেখেশুনেই। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি টাইগার ব্যাটারদের কেউ। যেমন ইনিংস দরকার ছিল পুঁজি বড় করতে। জাকের, মুমিনুল ফিফটি করেন। লিটন দাস করেন ৪০।

ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে ফলোঅন এড়াতে ২৫১ রান দরকার ছিল বাংলাদেশের। ১৬৬ রানে ৬ উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিল টাইগাররা। সেখান থেকে সপ্তম উইকেটে জাকের আর তাইজুলকে মিলে গড়েন ৬৮ রানের জুটি।

জাকের ৮৯ বলে ৪ বাউন্ডারিতে খেলেন ৫৩ রানের ইনিংস। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। তাইজুল করেন ৬৩ বলে ২৫। এর আগে কাঁটায় কাঁটায় ৫০ করে ফিরেছিলেন মুমিনুল। এদিন প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি হিসেবে ১০ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন বাঁহাতি এই ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজের আলজেরি জোসেফ ৩টি আর জেডেন সিলস ও জাস্টিন গ্রেভস নিয়েছেন দুটি করে উইকেট।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version