Site icon Amra Moulvibazari

জবিতে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, কোন ইউনিটে কত ভর্তি ফি

জবিতে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, কোন ইউনিটে কত ভর্তি ফি


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রাথমিকভাবে ভর্তিকৃত ও মাইগ্রেশনের মাধ্যমে জিএসটি গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের ভর্তির চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ২৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভর্তিচ্ছুদের চূড়ান্ত ভর্তি ফি জমা দিতে হবে।

রোববার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট https://admission.jnu.ac.bd https://student.erp.jnu.ac.bd-এ নিজ নিজ প্যানেলে লগইন করে, প্রাথমিক ভর্তি ফি বাবদ এর আগে জমাকৃত পাঁচ হাজার টাকা বাদ দিয়ে চূড়ান্ত ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে। এরপর ২৫ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত (সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে) সরাসরি সংশ্লিষ্ট বিভাগে প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিতে হবে। বিভাগ থেকে কাগজপত্র জমাদান স্লিপ নিয়ে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বলা হয়, চূড়ান্ত ভর্তি ফি জমাদানের রশিদ, প্রাথমিক ভর্তি নিশ্চিতকরণ বাবদ প্রদত্ত মূল নম্বরপত্র জমাদান স্লিপের ফটোকপি, জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার কক্ষ প্রত্যবেক্ষক কর্তৃক সই করা অ্যাডমিট কার্ড, অনলাইন থেকে প্রিন্ট করা ভর্তি ফরম (প্রয়োজনীয় সইসহ) ও দুই কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

এতে আরও বলা হয়, বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের বিভাগের জন্য ১২ হাজার ৪০০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ) জমা দিতে হবে। যার মধ্যে ৫ হাজার টাকা জমা দেওয়া হয়েছে এরই মধ্যে। বিজনেস স্টাডিজ অনুষদের বিভাগের জন্য ১০ হাজার ৪০০ টাকা, যার মধ্যে ৫ হাজার জমাকৃত।

কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদের বিভাগ এবং ইনস্টিটিউটসমূহের জন্য (বিশেষায়িত চারটি বিভাগ ছাড়া) ১০ হাজার ৪০০ টাকা, যার মধ্যে ৫ হাজার টাকা জমা দেওয়া হয়েছে।

চারুকলা অনুষদের বিভাগ এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, সংগীত ও নাট্যকলা বিভাগের জন্য ১২ হাজার ৪০০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ), যার মধ্যে ৫ হাজার টাকা জমাকৃত।

আরএএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version