Site icon Amra Moulvibazari

‘গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে শেখ হাসিনা’

‘গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে শেখ হাসিনা’


বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনা গত ১৬ বছরে জনগণের কণ্ঠরোধ করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিলেন। তিনি দেশের কোটি কোটি টাকা ও সম্পদ লুটপাট করেছেন। শুধু তাই নয়, শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করে গণতন্ত্রকে ‘গলাটিপে হত্যা’ করেছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সরকারি কলেজ মাঠে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনা ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগের পর ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কিন্তু দেশের ছাত্র-জনতা এ ষড়যন্ত্র প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ। তিনি শেখ হাসিনা ও তার দোসরদের ‘ষড়যন্ত্র’ মোকাবিলা করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লার সভাপতিত্বে এতে বক্তব্য দেন রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম।

এম এ মালেক, সিরাজগঞ্জ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version