Site icon Amra Moulvibazari

আপনারা এখন কোথায়: আ’লীগকে জামায়াত নেতা

আপনারা এখন কোথায়: আ’লীগকে জামায়াত নেতা


আওয়ামী লীগের লোকেরা পালায় না—বিগত সময়ে দলটির এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার বলেছেন, আপনারা কোথায় এখন? আপনাদের যে অপকর্ম, এদেশের মানুষ যদি আপনাদের ধরতে পেতো তাহলে পিটিয়ে পিঠের চামড়া উঠিয়ে নিতো।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন জামায়াতের সহযোগী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গোলাকান্দাইল ইউনিয়ন আমির আমির হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান, রূপগঞ্জ দক্ষিণ আমির সাইফুল ইসলাম সিরাজী, আনোয়ার হোসাইন মোল্লা, জেলা জামায়াতের শুরা সদস্য ইসরাফিল হোসাইন, উপজেলা দক্ষিণ সেক্রেটারি আনিসুর রহমান প্রমুখ।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version