Site icon Amra Moulvibazari

আজকের কৌতুক: অফিসে বেতন বাড়ানোর উপায়

আজকের কৌতুক: অফিসে বেতন বাড়ানোর উপায়


অফিসে বেতন বাড়ানোর উপায়
জসিম সাহেবের অনেক বড় কোম্পানি। সেখানেই রিসেপশনিস্ট পদে কাজ করে রিয়া। সে বেশ ভালোই কাজ করছে, কিন্তু বেতন বাড়ছে না। একদিন বসের কাছে সে বললো—
রিয়া: আমাকে ২০০০ টাকা মাইনে বাড়িয়ে দিন প্লিজ।
বস: কেন? তুমি আর নিখিল তো একই টাকা পাও। তোমাকে বেশি দেব কেন?
রিয়া: আমি আসার পর তো আপনার কাস্টমার চারগুণ বেড়ে গিয়েছে। সেই লাভের ভাগ আপনি একা নেবেন কেন!

****

চোখের সঙ্গে ক্যামেরার পার্থক্য কোথায়?
শিক্ষক ছাত্রদের প্রশ্ন করলেন, ‘চোখ আর ক্যামেরায় তো বেশ মিল, পার্থক্যটা কোথায় বলো তো?’

খানিকক্ষণের নীরবতা, হঠাৎ এক প্রত্যুৎপন্নমতি উঠে দাঁড়িয়ে বলল, ‘স্যার, চোখ হলো ফাঁকিবাজ ছাত্র, পড়াশোনা করলেও বাড়ির কাজ করে না। কিন্তু ক্যামেরা ভালো ছাত্র, নিয়মিত বাড়ির কাজ করে, কিছু পড়লেই কাগজে লিখে ফেলে!’

****

ছাগল নিয়ে বাড়ি ফিরলো রঞ্জু
রঞ্জু রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। কিছুদিন পর সে একটি ছাগল নিয়ে বাড়ি ফিরল। এটা দেখে রঞ্জুর স্ত্রী বললো—

রঞ্জুর স্ত্রী: ওই বদমাশটাকে নিয়ে এলে কেন?
রঞ্জু: বদমাশ বলছ কেন, দেখছ না এটা ছাগল!
রঞ্জুর স্ত্রী: আমি তো ছাগলকেই জিজ্ঞেস করেছি।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version