Site icon Amra Moulvibazari

নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানালো খেলাফত মজলিস

নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানালো খেলাফত মজলিস


সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনসহ কমিশনের অন্য সদস্যদের স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনসহ কমিশনের অন্য সদস্যদের স্বাগত জানিয়েছেন।

তারা বলেন, নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনসহ সব কমিশনারকে মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি, তারা স্বাধীনভাবে ও দল-মতের ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থে স্বীয় দায়িত্ব পালনে সক্রিয় হবেন। পতিত স্বৈরাচার সরকারের আজ্ঞাবহ পূর্ববর্তী নির্বাচন কমিশনারদের পরিণতি থেকেও শিক্ষা গ্রহণ করবেন।

তারা আরও বলেন, নতুন নির্বাচন কমিশনাররা একটি সুষ্ঠ, গ্রহণযোগ্য ও জবাবদিহিমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য কার্যভার গ্রহণের দিন থেকেই প্রস্তুতি শুরু করবেন। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি এবং সংস্কার কমিশনের সিদ্ধান্তগুলো আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করবেন। একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বলে প্রত্যাশা করছি।

এএএম/জেএইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version