চট্টগ্রামে হত্যা, অস্ত্র, মারামারিসহ প্রায় ৩০টি মামলার আসামি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চট্টগ্রাম মহানগর নেতা মো. সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে লালদীঘি এলাকা থেকে হত্যা-অস্ত্রসহ ৩০ মামলার আসামি মো. সুমনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, সুমনের বিরুদ্ধে কোতোয়ালি ও ডবলমুরিং থানায় মামলা রয়েছে। কোতোয়ালি থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হবে। পরে ডবলমুরিং থানার মামলায় সুমনকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এমডিআইএইচ/ইএ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।