Site icon Amra Moulvibazari

গাইবান্ধায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১০

গাইবান্ধায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১০


গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শহরের চারমাথা মোড় উপজেলা পরিষদ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদের জামায়াতপন্থি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ইউপি সদস্যদের দ্বন্দ্বের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, নানা অনিয়মের অভিযোগে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর সঙ্গে সদস্যদের দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (১৮ নভেম্বর) পরিষদের সদস্যরা চেয়ারম্যানের অপসারণ চেয়ে ইউএনও বরাবর অনাস্থা প্রস্তাব আনেন।

বিষয়টি নিয়ে শুরু থেকেই বিএনপি নেতারা ইউপি সদস্যদের পক্ষ নিলে বুধবার বিকেলে উপজেলা পরিষদ এলাকায় জামায়াত নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের বাকবিতণ্ডা হয়। এর জেরে সন্ধ্যায় উভয়পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে চৌমাথা মোড়ে অবস্থান নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হন। এসময় ইট-পাটকেলের আঘাতে উভয়পক্ষের কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়াও এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।

তবে এ বিষয়ে বিএনপি ও জামায়াতের কোনো নেতা-কর্মীর বক্তব্য পাওয়া যায়নি।

এ এইচ শামীম/ইএ 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version