Site icon Amra Moulvibazari

বান্দরবানে বেপরোয়া রকি গ্রুপ, অতিষ্ঠ এলাকাবাসী

বান্দরবানে বেপরোয়া রকি গ্রুপ, অতিষ্ঠ এলাকাবাসী


বান্দরবানে বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসী রকি গ্রুপ। মাদক কারবারি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তারা। তাদের সন্ত্রাসী কার্যক্রমে অতিষ্ঠ এলাকাবাসী।

সবশেষ চাঁদা না দেওয়ায় সোমবার (১৮ নভেম্বর) হামলার শিকার হয়েছেন মো. বেলাল (৪০) নামের একজন গাড়িচালক। পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে। কুপিয়ে জখম করা হয়েছে আরও দুজনকে।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে হালমার শিকার বেলাল বিষয়টি নিশ্চিত করেন। আহত অন্যরা হলেন বান্দরবান সুয়ালক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম কাইচতলী এলাকার মো. রিদুয়ান (২৯) ও মো. রুবেল (২৬)। বেলালও একই এলাকার বাসিন্দা।

অভিযুক্তরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের রকি বড়ুয়া (২৫), মো. ফারুক (২২), শফিউল আলম (২৫), মো. পারভেজ (২২), মো. আমিন (২৫) ও বসিরসহ (২৫) ২৩ জন।

স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী বাজালিয়া এলাকার রকি বড়ুয়াদের একটি সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে সুয়ালক ইউনিয়নের কাইচতলি, বান্দরবান বিশ্ববিদ্যালয় ও প্রান্তিক লেকসহ বিভিন্ন এলাকায় মাদক কারবারি, ছিনতাই, চাঁদাবাজিতে জড়িত। চাঁদার টাকা না দিলে হামলার ঘটনা ঘটছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

সবশেষ সোমবার দুপুর দেড়টায় সদর উপজেলার মধ্যম কাইচতলি মতিনের বাড়ির সামনে রকি বড়ুয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২০-২৫ জন বেলালের ওপর হামলা চালায়। তার ডান হাত ভেঙে দেওয়া হয়। এসময় এলাকাবাসী বেলালকে বাঁচাতে গেলে রিদুয়ান ও রুবেল নামের দুজনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।

আহত বেলাল জানান, নিজের একটি ডাম্পার (মিনি ট্রাক) গাড়ি চালান তিনি। গতবছর রকি বড়ুয়ার সন্ত্রাসী গ্রুপটি তাকে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা আদায় করেন। এবার এক লাখ টাকা চাঁদা দাবি করলে দিতে অস্বীকৃতি জানান। সোমবার দুপুরে গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে সদর উপজেলার মধ্যম কাইচতলি মতিনের বাড়ি এলাকায় রকি বড়ুয়া, শহীদ, ফোরকানসহ ২০-২৫ জন সন্ত্রাসী গাড়ির গতিরোধ করেন। পরে মারধর করে বাম হাত ভেঙে দেন।

কাইচতলি জামে মসজিদের ইমাম মো. তৈয়ুব জানান, ১৮ নভেম্বর ভোর সাড়ে ৫টার দিকে তিনি বাজালিয়া থেকে মসজিদে যাচ্ছিলেন। পথে বান্দরবান প্রবেশমুখে তার মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা চালান রকি ও তার সহযোগীরা। এ ঘটনায় সাতকানিয়া থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, হামলায় আহত বেলাল লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নয়ন চক্রবর্তী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version